নওগাঁয় সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালন

নওগাঁয় সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালন

নওগাঁ প্রতনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় কেককাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ১০ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে আ’লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক বিভাষ মজুমদার, পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সাধারন সম্পাদক বিমান কুমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন সজীব ওয়াজেদ। দেশ স্বাধীন হওয়ার পর জয় নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গেøাবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার শ্লোগানটি যুক্ত হয় তার নেপথ্যে ছিলেন জয়। ২০১৪ সালের ১৭ নভেম্বর সজীব ওয়াজেদ জয়কে অবৈতনিকভাবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget