আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের কারাদন্ড

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের কারাদন্ড

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাল্য বিয়ে ও মাদক মামলায় ৭ জনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো, বাল্য বিয়ের আপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আলতাব হোসেন (৩৯), পারকাসুন্দা গ্রামের শুকুর আলীর স্ত্রী রুবিনা (৪২), বাঁকা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ওবাইদুর রহমান (৪৮) কে। এবং বাগমারা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ফয়সাল আহম্মেদ (২২) কে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন। মাদক মামলায় ৬ মাসের কারাদন্ড প্রদাণ করেন উপজেলার নবাবেরতাম্বু গ্রামের আবু তৈয়ব খন্দকারের ছেলে আশরাফ আলী (৫০) ও হরিপুর গ্রামের জয়নাল আলীর ছেলে জহুরুল (৩৮) কে। এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন উপজেলার পাহাড়পুর গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে শাহিন আলী (২৩) কে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমান, এসআই প্রদীপ কুমার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাল্য বিয়ের অপরাধে ৪জনকে ও মাদক নিয়োন্ত্রণ আইনে ৩জনকে আটক করে । পরে আটককৃতদের রবিবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget