রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে
প্রাইম ব্যাংকের সিনিয়র সহকারি ভাইস প্রেসিডেন্ট ( অপারেশন ডিভিশন) মোঃ
আহসান হাবীব গরীব দরিদ্রের মাঝে বস্ত্র বিতরণ করেছে। গত
শুক্রবার
সকালে ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি নিজ গ্রামে প্রায় তিন শতাধিক গরীব
দরিদ্রের মাঝে কাপড়, লুঙ্গি, থ্রি পিস সহ প্রায় এজ হাজার পিস বস্ত্র বিতরণ
করেন।
এ সময় আরো উপস্থিত
ছিলেন, নৈকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রামপ্রসাদ, এবং
আহসান হাবীবের দুই মামাতো ভাই মোঃ মান্না খান, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক
ফোরাম বি এম এস এফ এর ঝালকাঠি জেলা শাখার নির্বাহী সদস্য দৈনিক বরিশাল সময়
পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি আরিফ খান। কাপড় নিতে আসা কয়েকজনের কাছে
জানতে তারা জানান, হাবীব প্রায়ই আমাদেরকে কাপড় দেয়।
একটি মন্তব্য পোস্ট করুন