মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চালু করা হচ্ছে এ ট্রেন সার্ভিস। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কাল ১৭ই জুলাই বুধবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন বেনাপোল এক্সপ্রেস চালুর অবকাঠামোর পূর্ব প্রস্তুুতি পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে বেনাপোল রেল স্টেশন আসেন রাজশাহী জোনের সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ওয়াসিম কুমার তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা পুলক কুমার মন্ডল,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামানসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ এর নেতাকর্মীরা।
এদিকে বিকালে ৮৫ যশোর- শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি বেনাপোল থেকে ঢাকা সরাসরি ট্রেন “বেনাপোল এক্সপ্রেস” চালুর অবকাঠামোর পূর্ব প্রস্তুুতি পরিদর্শন করেন। রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন সার্ভিসটির নাম চূড়ান্ত করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে তিনি এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন। আগামীকাল দুপুর সোয়া ১টায় ট্রেনটি যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
একটি মন্তব্য পোস্ট করুন