নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুব মহিলা লীগ।
৬ই জুলাই শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে আ’লীগ দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা যুব মহিলা লীগ সভাপতি মোছা. রাবিয়া সুলতানা সেতুর সভাপতিত্বে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মিতু মনির সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম-সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবু, যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, শ্রমীক লীগ সাধারন সম্পাদক সরদার শোয়েব, শামসুন রাহার,আশরাফুল ইসলাম লিটন প্রমুখ। #
একটি মন্তব্য পোস্ট করুন