নওগাঁর আত্রাইয়ে নদী থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে নদী থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৬টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয় লোকজন উপজেলার জাতোপাড়া এলাকায় নদীর তীর থেকে  শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে অর্ধগলিত ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, শিশুটির বয়স প্রায় ছয় থেকে সাত বছর হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে ৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে। তিনি জানান, শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। যার কারণে তার নামপরিচয় এখনো জানা যায়নি। শিশুটি নদীতে পড়ে মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায় তা জানতে পুলিশ কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget