নওগাঁর মান্দায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অগ্রণী ব্যাংকের মৈনম শাখা স্থানান্তরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রোববার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামকস্থানে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে মৈনম বাজারের সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যাংক শাখাটির সামনে মানববন্ধন করে আন্দোলনকারীরা। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, মৈনম বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আ.লীগনেতা এবিএম হাসান রিপু, ইঞ্জিনিয়ার প্রাণনাথ সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আল আমিন রানা, মৈনম সচেতন নাগরিক সমাজের সভাপতি মনজের রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মৈনম বাজার থেকে ভোলাবাজার মহাসড়কে যায় আন্দোলনকারীরা। তারা ব্যাংকের শাখাটি স্ব-স্থানে বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপি অবরোধ চলাকালে রাস্তায় দু’পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর স্বাভাবিক হয় যানবাহন চলাচল। স্থানীয়রা জানান, ১৯৮৪ সালে মৈনম বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেডের এ শাখাটি স্থাপন করা হয়। বর্তমানে ব্যাংক শাখাটি লাভজনক অবস্থায় রয়েছে। গত ৩ জুলাই রাতের অন্ধকারে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম সরিয়ে নেয়ার চেষ্টা করেন শাখা ব্যবস্থাপক আব্দুল মতিন মন্ডল। এলাকাবাসির প্রচেষ্টায় তা ভন্ডুল হয়ে যায়। স্থানীয়রা আরও জানান, মান্দা উপজেলা মৈনম ও কাঁশোপাড়া এবং নওগাঁ সদর উপজেলার বলিহার ও হাঁসাইগাড়ী ইউনিয়নের লক্ষাধিক মানুষ ব্যাংকের এ শাখার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক এ শাখায় বিল পরিশোধ করেন। শিক্ষার্থীদের উপবৃত্তি, ৮টি এনজিওর লেনদেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও অবসরভাতা উত্তোলনের সুবিধা ভোগ করেন এলাকাবাসি। ব্যাংক শাখা অন্যত্র সরিয়ে নিলে তারা চরম ভোগান্তিতে পড়বেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget