প্রতিনিধি, সাপাহার: নওগাঁর নবাগত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এর সাথে সাপাহার উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীলসমাজ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউএনও'র সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী, সমাজসেবক আলহাজ্ব নূরুল হক মাষ্টার প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুশীলসমাজ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মত বিনিময় শেষে জেলা প্রশাষক বিভিন্ন দপ্তরের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন