নওগাঁয় দৈনিক যায়যায় দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় দৈনিক যায়যায় দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুহুল আমিন, নওগাঁ প্রতিনিধি : দেশের বহুল প্রচারিত দৈনিক ‘যায়যায় দিনের পত্রিকা ১৪ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ প্যারীমোহন হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ( রফিক )। সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি এ্যাড.শহীদ হাসান সিদ্দিকী স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো.ইকবাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানি, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সোরওয়ার্দী হোসেন,  সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহনাজ আক্তার (নাইছ)। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সহ-সভাপতি মো.খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস.এম. আজাদ হোসেন মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, বৈশাখী টেলিভিশন ও দৈনিক বনিক বার্তার নওগাঁ প্রতিনিধি এবাদুল হক, দৈনিক যায়যায়দিন এর নওগাঁ প্রতিনিধি রুহুল আমিন, জয়যাত্রা টেলিভিশন এর জেলা প্রতিনিধি ফারমান আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম মিন্টু,নাহিদ খান, রুবেল হোসেন সহ প্রমূখ।

পরে অতিথিরা কেক কেটে পত্রিকার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন। এসময় নওগাঁর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নওগাঁ প্যারীমোহন লাইব্রেরী চত্বর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি কার্যক্রমের শুরু থেকে সাংবাদিকতার সকল ধারা অব্যাহত রেখে তাদের প্রকাশনার ১৪ বছর পার করেছে। আগামী দিনেও পত্রিকাটি তাদের সুনাম ধরে রেখে প্রকাশনাকে আরো বহুদুর নিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, দেশের সমস্যা ও সম্ভবনা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget