নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাড: খোদাদাদ খান পিটু সভাপতি বিমান কুমার রায় ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার দুপুরে সম্মেলন উদ্ধোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধূরী, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশীদ।
জেলা যুবলীগের আহবায়ক এ্যাড: খোদাদাদ খান পিটু সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, শহিদুজ্জামান সরকার এমপি, ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত ও মুজিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসিম পাভেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রথম অধিবেশনে জেলা যুবলীগের কমিটি ভেঙ্গে দেন। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়। শুরুতে সভাপতি পদে দুজন প্রার্থী ছিলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ও সাবেক আহবায়ক এ্যাড: খোদাদাদ খান পিটু। আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক তার সভাপতি পদের প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাড: খোদাদাদ খান পিটু সভাপতি নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে ৬জন প্রার্থী। তারা হলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা ও বিমান কুমার রায়, যুবলীগ নেতা রাজেশ মুজুমদার, ডিএম আতা ও স্বাধীন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৩৫২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বিমান কুমার রায়কে ৯২ ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার ফলাফল ঘোষনা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন তাজুল ইসলাম তোতা। ৬ জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কনিষ্ট প্রার্থী বিমান কুমার রায়।
একটি মন্তব্য পোস্ট করুন