বন্যার্তদের খাবার নিশ্চিত করতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ খাদ্যমন্ত্রীর

বন্যার্তদের খাবার নিশ্চিত করতে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ খাদ্যমন্ত্রীর

নওগাঁ জেলা প্রতিনিধি:
বন্যা দুর্গত এলাকার কোন মানুষকে যাতে এক বেলাও না খেয়ে থাকতে না হয সেদিকে সজাগ দৃষ্টি রাখতে স্থানীয় কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিল এর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বন্যা মোকাবেলায় ত্রাণ সহায্যতার কোনো অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থানে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যা দুর্গত এলাকায় দ্রুত ও পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে।
ত্রাণ সামগ্রী গুলো সুষ্ঠুভাবে বিতরনের জন্য সকলকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসনেও সরকারী ভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget