আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ছেলেধরা সন্দেহে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছে। রোববার উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল আত্রাই-পতিসর সড়কের সোনাইডাঙ্গা নামক স্থানে পূর্বদিক থেকে এক ব্যক্তি বস্তা কাঁধে করে আসতে থাকে। এ সময় কয়েক জন লোক তার বস্তা তল্লাশী করে কিছু চাল, কিছু টাকা ও খেলনা প্লাস্টিকের একটি পিস্তল পান। এ সময় তার ঠিকানা জিজ্ঞেস করলে সে বলে আমার বাড়ি বরিশালে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণপিটুনি দিতে শুরু করে। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, লোকটি বুদ্ধি প্রতিবন্ধী। এলাকায় সাহয্য করছিল। স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে পিটিয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে ট্রেনযোগে পাঠিয়ে দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন