নওগাঁয় খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, যতই ষড়যন্ত্রই করা হোক শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। গুজব ছড়িয়ে যারা ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে প্রশাসন।
রবিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরে মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে পুকুরে মাছের পোনা অবমুক্তকরন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, দেশে ছেলেধরা গুজব ছড়ানো হয়েছে। এতে কেউ বিভ্রান্ত হবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা রাখুন। সন্দেহ জনক ভাবে কাউকে আঘাত করে আইন লংঙ্ঘন না করার পরামর্শ দেন মন্ত্রী। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন