নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ইন্দ্রসগুনা গ্রামের মৃত্য ছায়েদ আলীর বড় ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবকের বিদ্যুৎ স্পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শনিবার রাতে ১১টায় ইন্দ্রসগুনা গ্রামের স্থানীয় নিজ বাড়ীর সয়োন কক্ষে ফানের সমস্য সমাধান করতে গেলে বিদ্যুৎ স্পিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে । ঘটনাটি ঘটার সময় তাঁর স্ত্রী একবার চিৎকার করেন । পরে গ্রামবাসী ছুটে এসে বাড়ীর বিদ্যুৎতের মেন সুইছ বন্ধ করেন এবং তাঁকে পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করার জন্য ডাক্তর নিয়ে এলে ঐ পল্লী চিকিৎসক বলেন তাঁর মৃত্যু হয়েছে
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) জালাল উদ্দীন সূত্রে জানাগেছে, রাতে বিদ্যুৎ থাকা আবস্থায় সেলিং ফান না ঘুরলে সে নিজে ঠিক করতে গেলে এই দূর ঘটনাটি ঘটে । তবে আশরাফুল ইসলামের মৃত্যদেহ সঠিক ভাবে তদন্ত করে , তাঁর পরিবারকে কবর দিয়ার নির্দেশ দেওয়া হয়েছে।#
একটি মন্তব্য পোস্ট করুন