নওগাঁর পত্নীতলায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নে ভারতীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত

নওগাঁর পত্নীতলায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নে ভারতীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত

 নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নে ভারতীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পত্নীতলায় বিজিবি অফিসার্স মেসে প্রীতি ভোজের আয়োজন ছিলো। দুই দেশের সৌহার্দ ও সম্প্রীতি বাড়াতে বর্ডার গার্ড বালাদেশের (বিজিবি) তত্বাবধানে ভ্রমনে আসেন ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মিদের দলটি। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ভ্রমনের অংশ হিসেবে পত্নীতলায় আসেন তারা। দুপুর ২ টার দিকে ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলটি পত্নীতলা বিজিবি সদর দপ্তরে পৌছায়। তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান। এসময় অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। পরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতিভোজ শেষে দলটির সঙ্গে বাংলাদেশের গণম্যাধ্যমে কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেন। জানা গেছে, টাইমস নেটওয়ার্ক, নিউজ আইটিন, এএনআই, দূরদর্শন, দ্যা ষ্টেটম্যানসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের ১৪ জন সাংবাদিক ছিলেন। সঙ্গে ছিলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জনসংযোগ কর্মকর্তা সুভেন্দু ভার্দওয়াজ। এর আগে সকালে তারা পাশের জেলা চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছোট সোনা মসজিদ পরিদর্শন করেন। এরপর ভারত-বাংলাদেশ সীমানার শুন্যরেখায় যান। সেখানে দু’দেশে যাতায়াতকারী ও স্থানীয়দের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget