নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা পরিষদের তত্বাবধানে বিগত ২০১৮-১৯ অর্থ বছরে জেলার ১১টি উপজেলায় মোট ৩০৭টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা। জেলার ৬ জন সংসদ সদস্যদের অনুকুলে বরাদ্দকৃত অর্থ জেলা পরিষদের তত্বাবধানে এসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
জেলা পরিষদের সচিব আ ত ম আব্দুল্লাহেল বাকী জানিয়েছেন, জেলার বিভিন্ন গ্রামীন সড়ক নির্মান পুনঃনির্মান সংস্কার, এইচবিবি সোলিং, মসজিদ, মন্দির গোরস্থান ইত্যাদি সংস্কার কাজে প্রকল্প গ্রহন পূর্বক এসব ব্যয় নির্বাহ করা হয়েছে।
বিভিন্ন উপজেলাভিত্তিক গৃহিত প্রকল্প এবং সেসব প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত ার্থের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৪৬ািট প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৭১ লক্ষ টাকা, বদলগাছি উপজেলায় ৩২টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৫০ লক্ষ ৬৫ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ৩৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৬৬ লক্ষ ৮৫ হাজার টাকা, মান্দা উপজেলায় ২৮টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৭৪ লক্ষ টাকা, রানীনগর উপজেলায় ৩৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা, আত্রাই উপজেলায় ৩১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা, ধামইরহাট উপজেলায় ২৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৪৫ লক্ষ টাকা, পতœীতলা উপজেলায় ৩৭টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৫৭ লক্ষ টাকা, নিয়ামতপুর উপজেলায় ১৯টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৬৫ লক্ষ টাকা, পোরশা উপজেলায় ৮টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান ৩৫ রলক্ষ টাকা এবং সাপাহার উপজেলায় ১১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত অর্থের পরিমান হচ্ছে ৪০ লক্ষ টাকা।
একটি মন্তব্য পোস্ট করুন