মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পত্নীতলায় ০১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা। জানা গেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি'র টহল কমান্ডার হাবিলদার আলকাস এর নের্তৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুঃ ১১.৩০ টায় সীমান্ত পিলার ২৭৩/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়ন নামক এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ৩০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। নওগাঁর পতœীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদ হাসান বলেন, উদ্ধার কৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ হাজার ৫৫০ টাকা ।
একটি মন্তব্য পোস্ট করুন