নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাইওয়া-লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইন্সটিটিউটের উদ্যেগে মাস্টার ক্রাফ্টম্যানশীপ (আপ-স্কিলিং) গত ১৫ জুন থেকে এই কর্মশালায় প্রতি ব্যাচে ২৭ জনকে এই প্রশিক্ষন দেয়া শুরু করেছেন। রাসেল মেটাল ফাউন্ড্রী ইন্ড্রাস্ট্রীজ পার-নওগাঁয় এই প্রশিক্ষনের কার্যক্রম পরিচালিত হয়।
রাসেল মেটাল ফাউন্ড্রী ইন্ড্রাস্ট্রীজ এর স্বত্তাধিকারী মো. আব্দুর রাজ্জাক জানান, নওগাঁ জেলার সকল শিল্প কারখানার কর্মী অথবা মালিক সকলেই এই প্রশিক্ষনে অংশ গ্রহন করতে পারবেন। প্রতিদিন তিন ঘন্টা করে বিশ দিন ট্রেনিং শেষে ভাতাসহ সনদপত্র বিতরন করা হবে এবং এই প্রশিক্ষন প্রদান আগামী দিনেও চলমান থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন