নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলায় গৃহবধুকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বৈকুন্ঠপুর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার বিকালে ওই গৃহবধু বাদী হয়ে একই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা করেন।
মামলার এজহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কাজে ওই গৃহবধু বাড়ির বাইরে বের হন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা একই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম ওই গৃহবধুকে জোরপূর্বক বাড়ির পাশে পাট খেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় গৃহবধুর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আপত্তিকর হামিদুলকে আটক করেন। এ ঘটনায় গতকাল শনিবার ওই গৃহবধু বাদী হয়ে বদলগাছী থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত হামিদুলকে গ্রেপ্তার করতে পারেনি।
ওই গৃহবধু জানান, তাঁর স্বামী একজন মানসিক প্রতিবন্ধী মানুষ। হামিদুল অনেক আগ থেকেই তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তিনি তাঁর প্রস্তাবে রাজী না হওয়ায় হামিদুল তাঁকে নানান ধরণের হুমকি-ধামকি দিতেন। বৃহস্পতিবারের ঘটনায় পর দিন শুক্রবার বিকেলে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো তাঁকে থানায় আটকে রাখেন। তিনি শুক্রবার সারা রাত থানাতেই পুলিশ হেফাজতে আটক ছিলেন। গতকাল স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি জানার পর থানা পুলিশকে চাপ দিলে ওসি মামলা রেকর্ড করেন।
ওই গ্রামর সালাম নামে একজন মাতবর বলেন, গৃহবধুকে ধর্ষণের ঘটনাটি সত্য কারণ গৃহবধুকে ধর্ষণের সময় ধর্ষনকারীকে হাতে নাতে আটক করেন ওই গ্রামের কিছু যুবক ছেলে । তিনি আরও বলেন আমি তাকে পরের দিন আরও মাতবরদের নিয়ে শালীস করার কথা থাকলেও ধর্ষন কারী শালীসে হাজির না হয়ে পালাত রয়েছে বলে জানান ওই মতবর
এ ব্যাপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা করতে দেরী করা হলেও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলা নিতে গড়িমসির অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়। ওই গৃহবধুর স্বামীর মানসিক সমস্যা রয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে থানায় ওই গৃহবধু তাঁর স্বামীকে নিয়ে মামলা করতে আসলে রাতে তাঁর বাড়ি ফেরা নিরাপদ হবে না ভেবে তাঁকে একজন মহিলা কনস্টেবলের হেফাজতে থানায় থাকতে বলা হয়। এই সমস্যার কারণে রাতে তিনি থানাতেই ছিলেন। তাঁকে আটকে রাখা হয়নি। গতকাল ওই গৃহবধু একই গ্রামের বাসিন্দা হামিদুলকে বাদী করে ধর্ষণ মামলা করেন। হামিদুল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চে
একটি মন্তব্য পোস্ট করুন