মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দলকে গতিশীল করার লক্ষ্যে গতকাল সোমবার মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বেলা ১২ টার সময় এ কর্মীসভা অনুষ্ঠি হয়।
মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় এবং সভাপতি মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়োজিদ হোসেন পলাশ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সামসুল আলম প্রামানিক, সাধারণ সম্পাদক মকলেছার রহমান মকেসহ যুবদলের নেত্রীবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন