যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : ওসি সোহরাওয়ার্দী

যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : ওসি সোহরাওয়ার্দী

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব, এ জন্য সমাজের সকলকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাড়ির আসে পাশে জমে থাকা ময়লা-আবর্জনা, ডোবা নালাসহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদর মডেল থানার উদ্যোগে থানা কমপ্লেক্স পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, পৌরসভা বা যথাযথ কর্তৃপক্ষের পাশা-পাশি ডেঙ্গু রোগ প্রতিরোধে সমাজের সকলকে এক হয়ে কাজ করতে হবে। বাসা, বাড়ির পরিত্যক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভবনা থাকে। তাই আমাদের একটু সচেতনতাই পারে প্রিয় জনের জীবন ডেঙ্গু রোগ থেকে রক্ষা করতে। শুধু ডেঙ্গু নয় সকল সমস্যা সমাধানে সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আজ আমরা থানার চারিপাশে নিজেরায় পরিষ্কার করেছি নিজেদের দায়িত্ববোধ থেকেই। তাছাড়া নিজেদের কর্মক্ষেত্র, অফিস, বাসা এবং চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। কারন এ সমাজ, দেশ বা রাষ্ট্র আমাদেরই তাই সকলের দায়িত্ববোধ থেকে একযোগে কাজ করতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা এ কার্যক্রমে অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে অংশ নিয়েছিলেন ওসি তদন্ত ফয়সাল বিন আহসান, এসআই মো. আব্দুল আনাম মোল্লা, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এএসআই আমিনুল ইসলাম, মো. ফজলুল হক, মোস্তাফিজুর রহমানসহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget