নওগাঁয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ

নওগাঁয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুদের মাঝে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ

মো. সবুজ হোসেন: নওগাঁ সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকারি শিশু পরিবার নিবাসের শিশুদের মাঝে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নওগাঁর সরকারি শিশু পরিবার নিবাসের ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮২জন শিশুদের হাতে ছাতা ও স্কুল ব্যাগ তুলে দেন নওগাঁ সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। স্কুল ব্যাগ ও ছাতা পেয়ে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশু পরিবারের এক ঝাঁক শিশু। 
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বলেন, শিশুদের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সকল শিশুকে সুষ্ঠ ও সুন্দর ভাবে সামনে এগিয়ে নিতে যে যার পর্যায় থেকে কাজ করতে হবে। ওদেরকে আদর ভালবাসা দিতে হবে।
তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামীদিনের বাংলাদেশের কর্ণধার তাই ওদের মধ্যে যে প্রতিভা আছে তা বিকাশে সহায়তা করতে হবে। আর এটা সম্ভব সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। সমাজসেবা কার্যালয় সাধ্যমত শিশুদের প্রতি সহযোগিতার এ ধারা আগামীতেও অব্যহত রাখবে। এসময় সরকারি শিশু পরিবার ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মোফাজ্জল হোসেন,

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget