নওগাঁর রাণীনগরে ১কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যাবসায়ী আটক

নওগাঁর রাণীনগরে ১কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যাবসায়ী আটক

আতাউর শাহ্, নওগাঁ :  নওগাঁয় ডিবি ক্রেতা সেজে অভিনব কায়দায় নওগাঁর রাণীনগর উপজেলার খট্রেশর সরদারপাড়া গ্রামের হইতে এক কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন নওগাঁ গোয়েন্দা শাখা ডিবি।
জেলা হোক মাদক মুক্ত এমন প্রত্যাশায় নিয়মিত এমন অভিযানে বিশেষ ভুমিকা রেখেছেন ইকবাল হোসেন পুলিশ সুপার নওগাঁ। সেই সাথে একই ভুমিকা পালন করার লক্ষে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন ও একই ভুমিকা পালন করছেন, জেলা গোয়েন্দা শাখার এস.আই (নি:) মিজানুর রহমান মিজানসহ সকল ডিবি সদস্যরা।
 
গত মঙ্গলবার বিকেল অভিযান পরিচালনা করেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন এর সহযোগীতায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি, এস.আই (নি:) মিজানুর রহমান মিজান, ও তার সহযোগী এ.এস.আই বাশির, এ.আস.আই সোহেল ও এ.এস.আই ফেরদৌস ও মনিরুল ইসলাম মুনির ক্রেতা সেজে অভিনব কায়দায় ১ কেজি গাঁজাসহ ২জনকে খট্রেশর সরদারপাড়া আটক করেন।
আটককৃত বাক্তিরা হলেন, খট্রেশর ঠিকাদারপাড়া গ্রামের ইয়াছিন এর পুত্র, মাদক ব্যাবসায়ী মামুন আলী(২৫) ও খট্রেশর গ্রামের ইয়াছিন আলীর পুত্র জাহাঙ্গীর হোসেন(৩৮)কে আটক করেছেন নওগাঁ গোয়েন্দা শাখা ডিবি। ডিবি সুত্রে যানা যায় দৃর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছেন। জানাগেছে এ ব্যাপারে সংশ্লীস্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget