*২০ বছর যাবৎ নেই গেটম্যান * জিবনের ঝুঁকি নিয়ে পারাপার*
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পারবর্তীপুর থেকে খুলনাগামী রকেট মেইল বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলগেটে পৌছালে গেটম্যান না থাকায় ট্রেনটির সাথে ধান বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। এতে ট্রাক্টর চালক লাফিয়ে প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এতে ধানগুলো ছিটকে পড়ে। তবে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, ছাতিয়ানগ্রাম বাজার থেকে ধান বোঝাই করা ট্রাক্টরটি আদমদীঘি যাওয়ার উদ্দেশ্যে রেলগেট অতিক্রম করার সময় সেখানে গেটম্যান না থাকায় এবং চালকের অসাবধানতার কারনে এমন সংঘর্ষ ঘটে। আক্কেলপুর,তিলকপুর ও ছাতিয়ানগ্রাম এলাকার শতশত যানবাহনসহ পথচারীরা এই রেলগেটের ওপর দিয়ে চলাচল করে থাকে। এই রেলগেটে দির্ঘ্য ২০ বছর যাবৎ কোনো গেটম্যান না থাকায় পথচারীরা জিবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। এ ধরনের দুর্ঘটনা ইতিপূর্বে একাধিক বার ঘটছে। এছাড়া ছাতিয়ানগ্রামে ১টি উচ্চ বিদ্যালয়, ১টি বালিকা উচ্চ বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীরা এই রেলগেট অতিক্রম করে বিদ্যালয়ে যাতায়াত করে। এমন ঘটনার খবরে অভিভাবক মহল সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এব্যাপরে এলাকাবাসী জরুরী ভিত্তিতে গেটম্যান দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন। এব্যাপরে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলগেটের গেটম্যানের বিষয়টি (পিডব্লিউআই) দপ্তর দেখবেন।
একটি মন্তব্য পোস্ট করুন