আরিফুল হক সোহাগ: ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘনের দায়ে নওগাঁর ডিজি-১ ক্যাবল অপারেটরকে সর্তক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৪.৩০ মিনিট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ও জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এর উপস্থিতিতে নগরের কাজীর মোড়ে অবস্থিত ডিজি-১ এর কন্ট্রোল রুমে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালাত। অভিযানে ডিজি-১ অপারেটরে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পারিচালনা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন- ২০০৬ অনুযায়ী ক্যাবল অপারেটরদের সরকার নির্ধারিত ক্রমবিন্যাস অনুযায়ী চ্যানেল সম্প্রচার করতে হয়। কিন্তু ডিজি-১ অপারেটর এ আইন লঙ্ঘন করায় এ প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে। তিনি আরো জানান ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন- ২০০৬ অনুযায়ী তিন দিনের মধ্যে সরকারি চ্যানেলগুলো প্রাইম ব্যান্ডে, অর্থাৎ ক্রমিক ১: বিটিভি, ক্রমিক ২: বিটিভি ওয়ার্ল্ড, ক্রমিক ৩: সংসদ বাংলাদেশ টেলিভিশন ও ক্রমিক ৪: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকে না রাখলে এবং বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশী কোনো চ্যানেলের মাধ্যমে কোন বিজ্ঞাপন প্রচার করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য বেসরকারি টিভি চ্যানেল নির্দেশিত ক্রমানুসারে সম্প্রচার করতে এবং বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার না করতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো তথ্য মন্ত্রণালয়। নির্দিষ্ট সময় পার হওয়ায় মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন