নওগাঁ প্রতিনিধি: প্রবীন জনগোষ্টির জীবন-মান উন্নয়ন কর্মসূচী আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা বেডোর উদ্যোগে ৬৯ জন প্রবীনদের মাঝে সম্মাননা নগদ অর্থ ও বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার পিকেএসএফের সহযোগীতায় ও বেডোর বাস্তবায়নে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে বেডোর উপ-নির্বাহী পরিচালক ডাঃ তাসনিম আহমেদের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে বেডোর উপ-পরিচালক রোজীনা খানম, আতোয়ার হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এ সময় বেডোর প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম, বেডোর মনিটরিং ব্যবস্থাপক সত্যজিত কুমার প্রামানিক, বেডোর সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মাহফুজুর রহমান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০ টি করে ছাতা, ওয়াকিং স্টিক, কমোড, ২ টি হুইল চেয়ার, শ্রেষ্ঠ ৫ জন প্রবীন, শ্রেষ্ঠ ৩ জন সন্তান ও সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে সম্মাননা হিসাবে প্রতি জনকে নগদ অর্থ, মেডেল ও সনদপত্র তুলে দেয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন