নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে শ্বশুরসহ বর শ্রীঘরে


নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে শ্বশুরসহ বর শ্রীঘরে

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে কনের বাবাসহ বরও তার বন্ধুকে একমাসের কারাদন্ডাদেশ দিয়ে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম এ নির্দেশ দেন। বুধবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  সাজাপ্রাপ্তরা হলেন, বর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. ইসরাফিল আলম (২০), শ্বশুর হাটকালুপাড়া গ্রামের মৃত মো. জাদনের ছেলে মো. আব্দুল করিম (৪৮)ও বন্ধু বিলচিকলা গ্রামের মো. ইমরানের ছেলে মো. হেলফর হোসেন (২২)। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার হাটকালুপাড়া গ্রামে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করে। পরে আটককৃতদের মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাল্য বিয়ে নিরোধ আইনে কনের বাবা, বর ও বরের বন্ধু প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget