নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আব্দুল হাই যোগদান করেছেন।
বুধবার দুপুরে থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ আনুষ্ঠানিকভাবে নবাগত ওসি আব্দুল হাই এর নিকট তার দায়িত্বভার হস্তান্তর করেন। নবাগত ওসি আব্দুল হাই ইতিপূর্বে নওগাঁ সদর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। নওগাঁ সদর থানা থেকে তাকে সম্প্রতি বদলী করা হয়। তার বদলী বন্ধের দাবীতে বিভিন্ন সামাজিক সংগঠনসহ সকল শ্রেনী পেশার মানুষ বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন করেছিলেন। পেশাগত দায়িত্ব পালনকালে নওগাঁ সদর উপজেলাবাসীর মনে অনেকটা জায়গা করে নিয়েছিলেন ওসি আব্দুল হাই। অপর দিকে সাপাহার থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ নওগাঁর নিয়ামতপুর থানায় ওসি হিসেবে যোগদান করবেন। নবাগত ওসি আব্দুল হাই দায়িত্ব গ্রহণ করে আইন শৃংঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন