৫ম শ্রেণীর ১৯৯১ ব্যাচের বন্ধু ফোরামের পক্ষ থেকে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার মিশন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৯৯১ ব্যাচের বন্ধু ফোরামের তহবিল থেকে বিদ্যালয়ে একটি কম্পিউটার প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেমস ব্রজো মন্ডলের কাছে কম্পিউটার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজিকেল কিস্কু, মি: ভরত কিস্কু, শ্যাম মার্ডী, ববি, চন্দনা এবং ৫ম শ্রেণীর ৯১ ব্যাচের বন্ধু ফোরামের মামুন,আপেল,নাসরিন সুলতানা হীরা, শামস্ হীরা, রোকেয়া,আসাদুল হক প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন