ঈদের খুশি ভাগাভাগি করতে সান্তাহারে ছিন্নমূল পথশিশুদের পাশে কলেজ শিক্ষার্থীরা

ঈদের খুশি ভাগাভাগি করতে সান্তাহারে ছিন্নমূল পথশিশুদের পাশে কলেজ শিক্ষার্থীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর আর এই ঈদের খুশি ভাগাভাগি ও মলিন মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে শতাধিক ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে আদমদীঘির ‘স্টুডেন্টস কমিউনিটি অফ সান্তাহার’ নামের শিক্ষার্থীদের গড়া একটি সামাজিক সংগঠন। কলেজ পড়–য়া এসব শিক্ষার্থীরা এই সংগঠনটির মাধ্যমে নিজেদের অর্থায়নে গত ২০১৪ সাল থেকে প্রতি ঈদে ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনটি করেন। স্টুডেন্টস কমিউনিটি অফ সান্তাহার সংগঠনটির সভাপতি জাওয়াদ হোসেনের সভাপতিত্বে এসব ছিন্নমূল পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ওই সংগঠনটির সদস্য এথেন্স, রহিম, সুমন, প্লাবন, বকুল, যুথি, তৃপ্তি, রায়া, ফাতেমা, মৌশি, অর্ণব, মিল্টন, চমক, নুহাশ, অভি, তৌফিক, সজিব প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget