নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে একটি পুকুর থেকে পুমিলা রাণী (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর হিন্দুপাড়া গ্রামে।
শনিবার সকালে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা উপজেলার বড়কালিকাপুর হিন্দুপাড়া গ্রামের শ্রী পদ প্রামানিকের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত পুমিলা রাণী ধীরে ধীরে হাটা চলাফেরা করতেন। ধারণা করা হচ্ছে শুক্রবার সন্ধ্যায় পা পিছলে তিনি বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত পুমিলা রাণী ধীরে ধীরে হাটা চলাফেরা করতেন। ধারণা করা হচ্ছে শুক্রবার সন্ধ্যায় পা পিছলে তিনি বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে তার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে থানায় খবর দেয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন