রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে
নবাগত জেলা প্রশাসক মো: জোহর আলী জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স
মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। ২৫ জুন মঙ্গলবার জেলা
প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা বেলা সাড়ে ১২ টার সময় জেলা প্রশাসক
কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত
জেলা প্রশাসক(সার্বিক) আরিফুল ইসলাম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি মো.
জোহর আলী বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতে সকল
সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল
বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সকলকে
সাথে নিয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় উপস্থিত
সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. জোহর আলী পরিচিত হন এবং অত্যন্ত
বুদ্ধিমত্তার সহিত সাংবাদিকদের সকল প্রশ্নের জবাব দেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন