রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন কুলকাঠি ইউনিয়নে স্থানীয় যুবকদের উদ্যোগে সেচ্ছাশ্রমের বিনিময় গ্রামের ভাঙ্গা রাস্তা সংস্কার কাজ।
পবিত্র
মাহে রমজানের বিদায়লগ্নে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ৩১ মে শুক্রবার
সকাল আনুমানিক ১০ টার সময় ইউনিয়নের কিছু যুবক মিলে গ্রাম্য রাস্তা দিয়ে
নির্বীঘ্নে গাড়ী গাড়ী চলাচল করতে পারার ব্যবস্থা স্বরুপ খানাখন্দ, জড়াজীর্ন
রাস্তায় কোথাও মাটি, কোথাও ইট দিয়ে রাস্তায় গাড়ি চলাচলা উপযোগী করেন।
শুক্রবার
সকাল থেকে জুম্মার আজান পর্যন্ত স্থানীয় রাজু হাওলাদার, সাইদুল ইসলাম
মোল্লা, শামীম রেজা, রাসেল মৃধা, রবিউল হোসেন, তুহিন,আকাশ,রাকিব,রাব্বী
শরীফ মিলে এ কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করে। পোষ্টে
সবার কাছে প্রতিবছরের ন্যয় যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে গ্রামের উন্নয়ন মূলক,
সেবা মূলক কাজ চালিয়ে যেতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা
করেন। করলে বিষয়টি এলাকাবাসীকে মুগ্ধ করে।
একটি মন্তব্য পোস্ট করুন