রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি
জেলার জেলা প্রশাসনের দায়িত্বে থাকা জেলা প্রশাসক হামিদুল হক বদলি হওয়ার
সংবাদ ছড়িয়ে পরলে জেলার গরীব দু:খি মেহনতী মানুষ আজ অশ্রুশিক্ত। দীর্ঘদিন
কর্মজীবনের মধ্যে ঝালকাঠি জেলায় তিনটি বছর কর্মজীবনে কেড়ে নিয়েছেন সকল
শ্রেনী পেশাজীবী মানুষের মন সেই সাথে পেয়েছেন অফুরন্ত ভালোবাসা আর দোয়া।
তার বদলি যেন ঝালকাঠি বাসীর কাছে বিনা মেঘে বজ্রপাতের মত। যে কোন জেলার
কর্ম পরিবর্তনের অন্যতম মাধ্যম হলো জেলা প্রশাসন আর এই জেলার অভিভাবক তথা
জেলা প্রশাসনের দায়িত্বে থাকা জেলা প্রশাসক, ঠিক তেমনি তিন বছর পূর্বে
ঝালকাঠি জেলার অভিভাবকের দায়িত্বে নিয়োজিত হয়ে ছিলেন জেলা প্রশাসক হামিদুল
হক আমাদের বাংলাদেশেরই একজন গর্বীত সন্তান। প্রবাদ আছে " জন্ম হোক যেথা
সেথা কর্ম হোক ভালো " অন্য জেলার সন্তান হয়ে ঝালকাঠির এই অভিভাবক তার কাজের
মাধ্যমে জেলাবাসীর মন জয় করেছিলেন তাই আজ তার বিদায় লগ্নে অশ্রুশিক্ত হয়ে
পড়েছে জেলা বাসী।
ঝালকাঠি
জেলা প্রশাসক হামিদুল হক ঝালকাঠি জেলার দায়িত্ব পেয়ে জেলাবাসীর প্রতেকটি
সমস্যা নিক্ষুদ ভাবে পর্যবেক্ষনের মাধ্যমে সমস্যার সমাধান তথা পরবর্তীতে
করনীয় সম্পর্কে উপদেশ দিয়েছেন। শুধু তাই নয় গনপ্রজাতন্ত্রী বাংলাদোশ
সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশ মোতাবেক
চালিয়ে যেতেন উন্নয়ন মূলক কাজ আর তারই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলাকে মাদক
মুক্ত, সন্তাস মুক্ত, ভিক্ষুক মুক্ত, ভেজাল মুক্ত, জেলার সকল সরকারী
বিভাগকে দূ্র্নীতি মুক্ত, মৎস পোনা নিধন মুক্ত, খাল দখল মুক্ত করন সহ
বিভিন্ন কাজে সফলতা অর্জনের মাধ্যমে জেলার প্রতিটি মানুষের মন জয়
করেছিলেন।
আজ সেই মহান
ব্যক্তির বদলি আদেশের খবর জেলায় ছড়িয়ে পড়লে জেলাবাসী অশ্রুশিক্ত হয়ে
রাস্তাঘাট, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে
শ্রদ্ধা জানাচ্ছেন পাশাপাশি কেউ কেউ ফেইসবুকের মাননীয় প্রধান মন্ত্রীর নিকট
বদলি বাতিলে অনুরোধ জানাচ্ছেন আবার কেউ কেউ বদলি বাতিল হবার জন্য দুরাকাত
নফল নামাজ আদায় করার কথায় বলে যাচ্ছেন। কেউ কেউ তার সফলতা কামনা সহ
দীর্ঘায়ু কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে।
একটি মন্তব্য পোস্ট করুন