পত্নীতলায় ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক

পত্নীতলায় ২২০ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক

 মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ):  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল দল ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছেন
 
শুক্রবার ১৪ জুন রাত  ২ টায়   গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেঃ মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।যার সিজার মূল্য-৮৮,০০০/- টাকা। ঘটনার সাথে জড়িত নিম্নেবর্ণিত ০৪ জন পলাতক আসামী 
১। শ্রী কার্তিক (২৮), পিতা-সুমীর বর্মন, গ্রাম-শীতলডাংগা, থানা-সাপাহার।
২। মোঃ সেকান্দার (৪০), পিতা-মৃত নাসির উদ্দিন, গ্রাম-কৃষ্ণপুর, থানা-পত্নীতলা।
৩। মোঃ আপেল মাহমুদ (৪০), পিতা-আলিম উদ্দিন, গ্রাম-রামচন্দ্রপুর, থানা-ধামুইরহাট ও
৪। মোঃ সিদ্দিক (২৮), পিতা-মৃত জামাল উদ্দিন, গ্রাম-কৃষ্ণপুর, থানা-পত্নীতলা প্রত্যেকের জেলা-নওগাঁ। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+  জানান ঘটনার সাথে জড়িত নিম্নেবর্ণিত ০৪ জন পলাতক আসামীর বিরুদ্ধে নিকটস্থ ধামুইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১৭, তারিখ ১৪ জুন ২০১৯)।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget