নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল পৃথক পৃথক অভিযান চালিয়ে ৮৫ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার ভোরে জেলার বদলগাছী উপজেলার কোলা নিজ বসত বাড়ী থেকে ৬৫ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইনসহ হোছেন আলী ও আব্দুল কুদ্দুস (৩৭) কে আটক করা হয়। আটক হোছেন আলী বদলগাছী উপজেলার কয়াভবানীপুর গ্রামের মৃত আরজ উদ্দিন সোনারের ছেলে এবং আব্দুল কুদ্দুস একই উপজেলার পাকুরিয়া হিন্দুপাড়া গ্রামের মোঃ মিলন সোনারের ছেলে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ কোর্টের সামনে থেকে ২০ পিচ ইয়াবাসহ সদর উপজেলার চকরামচন্দ্র গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে শাকিল হোসেন (২৫) কে এবং একই গ্রামের মৃত দিদার বক্সের ছেলে মেহেদি হাসান (৩২) কে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় ওসি ডিবি স্যারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৃথক প্রথক অভিযান চালিয়ে ৮৫ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশিøষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন