প্রকাশিত: ২৯ জুন ২০১৯
মিশন এলাকা সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি প্রফেসর ফসটিন আরচেঞ্জ টোয়াডেরার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার এ সাক্ষাতের সময় সেনাপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন আফরিকান রিপাবলিকের রাষ্ট্রপতিকে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি প্রফেসর ফসটিন আরচেঞ্জ টোয়াডেরা জাতিসংঘ ও আন্তর্জাতিক কমিউনিটির আহ্বানে সে দেশে শান্তিরক্ষী পাঠনোর জন্য বাংলাদেশের নেতৃত্বকে ধন্যবাদ জানান। তিনি সে দেশের অবকাঠামোগত, নিরাপত্তা, প্রতিরক্ষা ও শিক্ষা খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের সহায়তা কামনা করেন।
রাষ্ট্রপতি বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব,মানবিক গুনাবলী ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনী প্রধান সে দেশে আরো মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পাঠানোর আশ্বাস দেন। এছাড়া, সেনাপ্রধান সে দেশের জনগণের জন্য বাংলাদেশ সরকারের নিয়মিত ও দীর্ঘ মেয়াদি সহায়তার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতে তারা দু’জনেই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসগুলোর পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.