নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যক্ষারোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে খতিব, ইমাম ও মোয়াজ্জেমদের সাথে নাটাব জেলা শাখার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মুমিনুল হক। গতকাল মঙ্গলবার সকালে নাটাব জেলার শাখার আয়োজনে শহরের প্যারীমোহন সাধারন গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নাটাব জেলা শাখার সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে সদর হাসপাতালের আর এমও ডা. মুনির আলী আকন্দ, নাটাব জেলা শাখার কোষাধ্যক্ষ জোবায়ের আলী, নাটাবের কেন্দ্রীয় প্রতিনিধি জাহিদ হাসান, জেলা ইমাম মোয়াজ্জেম কল্যান সমিতির সহ-সভাপতি আইয়ুব আলী ও সহ-সম্পাদক রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা যক্ষারোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন