সর্বোচ্চ সততার সাথে কাজ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে
জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা জজশীপের আয়োজনে ২য় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলনে জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম বলেন, দেশাত্ববোধ ও মানবসেবার মানসিকতা নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শত প্রতিকূলতার মধ্যেও আমাদেরকে সততার নিদর্শন রাখতে হবে। কোন অবস্থাতেই বিচার বিভাগের মান সম্মান ঐতিহ্য ক্ষতিগ্রস্থ হয় এমন কাজ করা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। বিচারক অবশ্যই সৎ এতে অন্য কোন কিছু চিন্তা করার সুযোগ নেই। বিচারকদের বিচারকাজে সর্বোচ্চ সততা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জাতি ও বিচার প্রার্থী জনগোষ্ঠী আমাদের কাছে এইটাই প্রত্যাশা করে। প্রতিটি মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তাকে বিচারকাজে সর্বোচ্চ সততা দিয়ে সঠিক তদন্ত প্রতিবেদনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমাদের সহযোগীতা করবেন বলে তিনি আশা বাক্ত করেন। বিকল্প পদ্ধিতিতে ও জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলা নিষ্পত্তি বিষয়ে ও তিনি গুরুত্ব আরোপ করেন। আদালতে মামলার জট কমাতে শুন্য পদে দ্রুত বিচারক দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি তিনি দৃষ্টি আকর্ষন করেন। শনিবার সকালে নওগাঁর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ. কে. এম. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, বিজ্ঞ চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, ১৬ বিজিবির অধিনায়ক তুহিন মোহাম্মাদ মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, অতিরিক্ত বিজ্ঞ চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, সহকারী জজ মো. আতিকুর রহমান, সহকারী জজ মো. জিয়া উদ্দিন আহম্মেদ, বিজ্ঞ পিপি এ কে এম খালেক, বিজ্ঞ জিপি মো. মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক ইকবাল জামিল চৌধুরী লাকী প্রমূখ সহ বিভিন্ন সরকারী অফিসের প্রধান ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.