নওগাঁয় বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপসহ ১০ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

নওগাঁয় বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপসহ ১০ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপসহ ১০ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ব্যাপারে পৃথক পৃথক ৪টি মামলা হয়েছে।  মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, ফাষ্টু ফুড ইন্ড্রাষ্টি প্রা: লিমিটেড আফুরিয়া পাবনা বাংলাদেশ কর্তৃক তৈরীকৃত ফাষ্ট কিংস আপ ফ্লুড সিরাপ খেয়ে নওগাঁর মান্দায় এক ব্যক্তি খুন ও ধর্ষনের ঘটনা ঘটায়। এ নিয়ে গোটা জেলায় আলোড়ন সৃষ্টি করে। এর ভিত্তিতে ডিবির ওসির নেতৃত্বে এস আই মিজানসহ সঙ্গীয় ফোর্সসহ সমগ্র জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ফাষ্ট কিংস আপ ফ্লুড সিরাপসহ বিভিন্ন কোম্পানীর যৌন উত্তেজনা বর্ধক ১৮ হাজার ৪০০ যৌন উত্তেজক সিরাপসহ ৭ জনকে গ্রেফতার করে। এ বিষয়ে ৪টি মামলা করা হয়েছে। এ ব্যাপারে পাবনা জেলার আফুরিয়া ফাষ্ট ফুটস কিংস ইন্ড্রাষ্টিতে অভিযান চালিয়ে মালিককে গ্রেফতার করতে না পারলেও সংশ্লিষ্ট ৩ জনকে গ্রেফতার করে। জব্দকৃত মালামালগুলো হলো: ফাষ্ট কিংস ১০০মি:লি: ৪০১ বোতল, ফাষ্ট কিংস ২৩০মি:লি: ২৬০ বোতল, জিনসেন ৯৬ বোতল, সেব ১১০ মি:লি: ১৫৩৬ বোতল,  সেব ২৩০ মি:লি: ১৬০ বোতল, সিডর ২৮৮০পিছ, এনজয় ৪৬০৮পিছ, আইটপ ২৪০০ পিছ, জিনসা ৭৬৮ পিছ, এ্যাপেক্স সরব ২২৪৮ বোতল, ষ্টবেরী ফুড সিরাপ ১০০মি:লি: ১৬০০ পিছ, সঞ্জবনী রসায়ন ভিপি ১০৬০ মি:লি: ৫৭০ বোতল, রেষ্টোমেক্স ৪৫০ মি:লি: ১৬০ বোতল। যার আনুমানিক মুল্য প্রায় ১৩ লাখ টাকা। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, ডিবর ওসি সামসুদ্দীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দ্দী হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget