নওগাঁ প্রতিনিধিঃ বাল্য বিয়ে দেওয়ার অপরাধে নওগাঁর সাপাহারে ভ্রাম্যমান আদালতে বরের মা ও নানার ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারান্ডাদেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যাণ চৌধুরী তার কার্যালয়ে আদালতে এই রায় প্রদান করেন ।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, পাতাড়ী ইউনিয়নের বড়বৈকন্ঠপুর গ্রামের বর রবিউল ইসলামের মা সামিনা বেগম(৪০) ও ছেলের নানা একই উপজেলার আইহাই ইউনিয়েনের ইউপি সদস্য ও মির্জাপুর গ্রামে বাসিন্দা ওসমান গনি(৬৬)।
জানা গেছে, উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের আকতারুল ইসলামের ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে খালেদা খাতুনের(১৫)সাথে বড়বৈকন্ঠপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রবিউল ইসলামের(১৯) রেজিষ্ট্রি ছাড়াই গ্রাম্য মৌলভীর সহযোগিতায় বুধবার রাতে বিয়ে দেওয়া হয়। বিয়ে উপলক্ষে পরদিন বৃহস্পতিবার দুপুরে ছেলের বাড়ী বড়বৈকন্ঠপুর গ্রামে খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে অনুষ্ঠানে গ্রাম্য মুরুব্বীসহ আতœীয়-স্বজন এবং মেয়ে পক্ষের লোকজনেরাও এসেছিলেন। এ সময় বাল্য বিয়ের সংবাদ সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয়রা জানান । বিষয়টি জানতে পেরে দ্রুত তিনি থানা পুলিশ পঠিয়ে দেন ।
সাপাহার থানার ওসি শামছুল আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়ে পক্ষের লোকজন, আত্বীয়-স্বজন ও দাওয়াতি মেহমান দ্রুত পালিয়ে যান। তবে এ সময় বিয়ে বাড়ী থেকে ছেলের মা সামিনা বেগম ও ছেলের নানা ওসমান গনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেলে ও মেয়ের জম্মসনদ পর্যলোচনা করে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে ছেলের মা মিনা বেগম ও নানা ওসমান গনি ৬(ছয়) মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
ওসি আরো জানান, রায় শেষে পুলিশ বিকেলে কারাদন্ডপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন