নওগাঁর সাপাহারে ২২কেজি ওজনের একটি বিষ্ণুমুর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার হাপানিয়া শিয়ালমারী গ্রামের অদুরে একটি কবরস্থান হতে মুর্তিটি উদ্ধার করা হয়েছে।
জানা গছে, ঘটনার দিন রাতে সোর্স মারফত সংবাদ পেয়ে সাপাহার থানার উপ-পরিদর্শক এসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় এক অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মুর্তি কোন-বেচার লোকজন পালিয়ে গেলে পুলিশের লোকজন উক্ত স্থান তল্লাশী করে কবরস্থানের মধ্য হতে পরিত্যাক্ত অবস্থায় মুর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ মুর্তি উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন