প্রতিনিধি নওগাঁ: “সুস্বাস্থেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস ২০১৯ পালিত হয়েছে। বন্যাঢ্য র্যালীর উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ ও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জিলা স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নওগাঁ সরকারী কেডি স্কুলে গিয়ে শেষ হয়। পরে স্কুল মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনাান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ অফিসের সহকারী উপ-পরিচালক এ.কে,এম দিদারুল আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা মাদকের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করে। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রীরা উপিস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.