নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গনতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশান এর আয়োজন করে। জেলা নাগরিক জোটের আহবায়ক ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক ম্হামুদা খাতুন, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দীন, ডাসকোর প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, জোটের সদস্য ইয়াসমিন খাতুন, মরিয়ম বেগম, সারোয়ার সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বাল্য বিবাহ, নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়কের উপর বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন