নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর চালক বাবু (২৮) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটকৈর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাবু কুসুম্বা ইউনিয়নের ছোট-বেলালদহ গ্রামের সামসুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক উপজেলার ফেরিঘাট থেকে ট্রাক্টর নিয়ে চালক বাবু নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন। ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর নামক স্থানে রাস্তার বাঁকে বিপরীত দিক থেকে এক মোটরসাইকেল আরোহী আসছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর রাস্তার নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বাবু গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন