নওগাঁ প্রতিনিধি: নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া এই জেলার মোহনায় অবস্থিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন রেলওয়ে জংশন স্টেশন সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন। শনিবার ঐতিহ্যবাহী সান্তাহার জংশন ষ্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর নতুন ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে অবস্থান কর্মসুচী পালন করা হয়েছে। দাবি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সান্তাহার জংশন ষ্টেশনের ৩ নম্বর প্লাটফরমে শনিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসুচী পালন করা হয়। উক্ত কর্মসুচী চলাকালে বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাসেম, নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাধারন সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, প্রভাশক রবিন, টিকন মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বক্তব্য রাখেন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সান্তাহার জংশন ষ্টেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেলপথ অবরোধ কর্মসুচী রয়েছে।
উল্লেখ্য আগামী ২৬ মে পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন চালু করবে রেল কর্তৃপক্ষ। ট্রেনটি ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর যাত্রাবিরতীর পর ঢাকার কমলাপুর রেল ষ্টেশনের উদ্যেশ্যে ছেড়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন