রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে
ভ্রাম্যমান আদালতের অভিযানে শিক্ষক দম্পত্তির কোচিং সেন্টার সিলগালা। ৫ মে
রবিবার বেলা ১২টায় শহরের হোগলাপট্টি এলাকায় শিক্ষক দম্পত্তির গড়া তহমিনা
কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম এ অভিযান
পরিচালনা করেন। এ সময় কচিং সেন্টার পরিচালনাকারী শিক্ষক দম্পত্তি ভবিষ্যতে
আর কোচিং সেন্টার পরিচালনা করবেন না মর্মে শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও
তাহমিনা বেগম মুচলেকা দেন।
এ
বিষয় ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম জানান, সরকারি
নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল শিক্ষক দম্পতি। তাঁরা
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতেন। সংবাদ পেয়ে
ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায়
দুই শিক্ষককে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন