নওগাঁয় হতদরিদ্র ভুটভুটি চালকের ভুটভুটি পুড়িয়ে দেয়া সহ ১০ কাঠা জমির পটল ক্ষেত সম্পূর্ন গাছ উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা

নওগাঁয় হতদরিদ্র ভুটভুটি চালকের ভুটভুটি পুড়িয়ে দেয়া সহ ১০ কাঠা জমির পটল ক্ষেত সম্পূর্ন গাছ উপড়ে ফেলেছে দূর্বৃত্তরা

জি,এম মিঠন, নওগাঁ জেলা : নওগাঁয় হতদরিদ্র এক ভুটভুটি চালকের সংসার চালানোর সম্বল ভুটভুটি পুড়িয়ে দেয়া সহ ১০ কাঠা জমিতে রোপনকৃত পটল ক্ষেতের সম্পূর্ন গাছ উপড়ে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা।
 
ফলে এনজিও থেকে নেয়া ঋৃণের কিস্তি চালাবেন কিভাবে এবং স্ত্রী ও দুই শিশু সন্তানকে কি খাওয়াবেন এনিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হতদরিদ্র ঐ ভুটভুটি চালক।
 
এঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর নিচপাড়া গ্রামে গতরাতের কোন এক সময়। ঐ গ্রামের মিঠু মন্ডল ও স্বাধীন সহ বেশ কয়েকজন বলেন, গ্রামের জাইদুল রহমানের ছেলে হতদরিদ্র জুয়েল (২৭) এনজিও থেকে ঋৃণের টাকা কিস্তিতে নিয়ে একটি ভুটভুটি কিনে চালান এবং প্রতিবেশী হামিদ মৌলবীর ১০ কাঠা জমি বন্দকী নিয়ে ঐ জমিতে পটল চাষ করে সংসার চালিয়ে আসছিলেন। এরি মাঝে ৩০ শে এপ্রিল দিবাগত রাতে বাড়ির খলিয়ানে রাখা ভুটভুটিতে আগুন লাগিয়ে পুড়ে দেন দূর্বৃত্তরা। সেই ঘটনায় দিশেহারা হয়ে পড়েন হতদরিদ্র জুয়েল।
 
সর্বশেষ আজ রবিবার সকালে বিক্রির জন্য পটল তুলতে পটলের ক্ষেতে গিয়ে হতদরিদ্র জুয়েল দেখতে পান তার ১০ কাঠা জমিতে রোপনকৃত সম্পূর্ন পটলের গাছ উপড়ে তুলে ফেলে গেছে দূর্বৃত্তরা। মহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ঘটনাস্থলে ভীড় জমান এবং হায়-হতাশা প্রকাশ করেন। 
 এব্যাপারে ক্ষতিগ্রস্থ্য ভুটভুটি চালক হতদরিদ্র জুয়েল বলেন, আমার সাথে জায়গাঁ বা জমি নিয়ে কারো সাথে দন্দ নেই । আমি অতি গরীব আমি এনজিও থেকে ঋৃণের টাকা কিস্তিতে নিয়ে একটি ভুটভুটি কিনে চালানোর পাশাপাশি একই গ্রামের হামিদ মৌলবীর ১০ কাঠা জমি বন্দকী নিয়ে ঐ জমিতে পটল চাষ করে সংসার চালিয়ে আসছিলাম। মাত্র ৫ দিনের ব্যবধানে প্রথমে ভুটভুটি পুড়িয়ে দিলো এর পরই গত রাতের কোন এক সময় আমার জমির সম্পূর্ন পটলের গাছ উপড়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা। এতে শুধু পটল ক্ষেতের ই আনুমানিক প্রায় দেরলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে হতদরিদ্র ভুটভুটি চালক জুয়েল আরো বলেন, আমি গরীব মানুষ আমার যে ক্ষতি করা হয়েছে এখন আমি স্ত্রী ও দুই শিশু সন্তানকে কি খাওয়াবো এবং  এনজিও থেকে নেয়া ঋৃণের টাকার কিস্তি বা কই থেকে দিব। এঘটনায় থানায় মামলা দায়ের করার পস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।  
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget