নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, নারী ধর্ষণ এবং মানব পাচার বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম। নওগাঁ পৌর ও সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বুধবার সকালে কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইলিয়াস তুহিন রেজা, কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন বানু, পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রেজাউল করিম, রাজশাহী রেঞ্জ ডিআইজি এর কার্যালয়ের এস আই আয়নাল হক, পৌরসভা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক মাসরেফুর রায়হান মাহিন, শিক্ষার্থী হাসিব বিন আব্দুল হাই ও নূর আয়েশা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, নারী ধর্ষণ এবং মানব পাচারসহ বিভিন্ন্ অপরাধ কি ভাবে নিরসন করা য়াবে তার উপর বিস্তারিত আলোচনা করে।
একটি মন্তব্য পোস্ট করুন