আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ৫০পিচ ইয়াবাসহ আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রাজ্জাক উপজেলার ভবানীপুর গ্রামের জবেদ আলী খাঁনের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুর রাজ্জাক নামে এক মাদক ব্যবসায়ী মটরসাইকেলে ইয়াবার একটি চালান নিয়ে ভবানীপুর বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুতসোম সরকার সঙ্গীয় ফোর্সসহ ভবানীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে মটরসাইকেলসহ আটক করে। এ সময় তার কাছে থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন